পর্দায় যখন শাহরুখ খান যখন প্রেমের দৃশ্য ফুটিয়ে তোলেন, ভক্তরা তখন চোখ ফেরাতে পারেন না। গত কয়েক প্রজন্মকে প্রেমের ভাষা শিখিয়েছেন শাহরুখ। তাই তিনি ‘রোমান্স’-এর রাজা নামেই পরিচিত। কিন্তু শাহরুখ অবসর নেওয়ার পরে কে হবে ‘রোমান্স’-এর রাজা? আইফার মঞ্চে সেই উত্তর জানালেন শাহরুখ নিজেই।
অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর একের পর এক প্রশ্ন ছুড়ে দেন শাহরুখের দিকে। করণ জিজ্ঞেস করেন, ‘বলিউডে পরবর্তী রোমান্সের রাজা কে হবেন?’ শাহরুখের উত্তর, ‘আসলে, আমি অবসর নেওয়ার পরে রোমান্সও আমার সঙ্গে অবসর নেবে বলিউড থেকে।’
শাহরুখ মজার ছলেই বুঝিয়ে দিয়েছেন, তার মতো প্রেমের দৃশ্য ফুটিয়ে তুলতে কেউই পারবেন না। অভিনেতা আরও বলেন, ‘আমার উপরে কেউ আসতেই পারবে না। আমি সবার মাথার উপরে ছাদের মতো রয়েছি।”
২০১৮ সালে ‘জিরো’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর দীর্ঘ দিন বিরতিতে ছিলেন শাহরুখ। ২০২৩-এ ‘পাঠান’ ছবিতে অভিনয় করে রাজকীয় প্রত্যাবর্তন হয় তার। বক্স অফিসে ঝড় তুলেছিল ‘পাঠান’। একই বছর মুক্তি পায় শাহরুখের আরও দুটি ছবি— ‘জওয়ান’ ও ‘ডানকি’। এই ছবি দুটোও সফল হয় বক্স অফিসে।
সূত্র: ফ্রি প্রেস জার্নাল








