এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আকাশি নীল রঙের পোশাক পরা এই মিষ্টি মেয়েটিকে চিনতে পারছেন? তিনি এখন বলিউডের নামি নায়িকা। ফ্যাশন আইকন হোক কিংবা সৌন্দর্যের তকমা সবটাই যেন তার জন্য প্রযোজ্য। বলছি বলিউড অভিনেত্রী সোনম কাপুরের কথা। আজ তিনি পা রাখলেন ৩৯ বছরে।
বিয়ে, সন্তানের কারণে বহুদিন ধরেই লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে রয়েছেন কাপুর পরিবারের এই কন্যা। তবে তিনি কাপুর পরিবারের সন্তান হওয়ায়, ইন্ডাস্ট্রিতে পা রাখা যে খুব সহজ ছিল এমনটা কিন্তু মোটেও না।
বলিউডের প্রথম সিনেমাতে (সাওয়ারিয়া) অভিনয়ের জন্য সোনমকে কমাতে হয়েছিল ৩৫ কেজি ওজন। যা রীতিমত বাধা হয়ে দাঁড়িয়েছিল তার জন্য।
জানা গেছে, খুব ছোটবেলা থেকেই পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের শিকার হন সোনম। তিনি যখন সিঙ্গাপুরে লেখাপড়া করছেন, তখন তার ওজন গিয়ে পৌঁছেছিল ৮৬ কেজিতে। শুধু তাই নয়, ডায়াবেটিসেও আক্রান্ত হয়েছিলেন। তবে জানতে সিনেমায় আসতে গেলে তাকে ওজন কমাতেই হবে। আর তাই বলিউডে পা রাখার আগেই নিজেকে আমূল বদলে ফেলেছিলেন।
পাঞ্জাবি পরিবারে বেড়ে ওঠার কারণে কিছু বছর আগে পুরোপুরি আমিষ খাওয়া ত্যাগ করেছেন সোনম কাপুর। শুধু তাই নয়, কড়া ডায়েটও বিশ্বাসী নন তিনি। এক সাক্ষাৎকারে সোনমকে বলতে শোনা গিয়েছিল, দুই ঘন্টা পরপর খাবার খান তিনি। ব্রাউন রাইস, টোফু থাকে তাঁর খাবারে। প্রচুর ফল ও বিশুদ্ধ পানি থাকে রোজকার ডায়েটে। যা মেনেই আজকের এই অবস্থানে তিনি।- হিন্দুস্থান টাইমস বাংলা








