এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জিতে টেস্টে নেমেছে নিউজিল্যান্ড। ব্লাক ক্যাপসরা সিরিজের প্রথম ম্যাচের প্রথমদিনে ২৩১ রান তুলেছে। একবছর পর লাল বলের ক্রিকেটে ফিরে অর্ধশতক করেছেন কেন উইলিয়ামসন।
ক্রাইস্টচার্চে ক্যারিবিয়ানরা টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমদিনে ৭০ ওভার খেলা হয়েছে, ৯ উইকেট হারিয়ে ২৩১ রানে তুলেছে কিউইরা। ১ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনে নামবে নিউজিল্যান্ড।
মঙ্গলবার প্রথম ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা, রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন ডেভন কনওয়ে। আরেক ওপেনার অধিনায়ক টম ল্যাথাম ২৪ রানে ফেরেন। তিনে নেমে সর্বোচ্চ ৫২ রান আনেন উইলিয়ামসন।
একবছর পর টেস্টে ফিরে তার অর্ধশতকের ইনিংসটি ১০২ বলে খেলা, ছয় চারে। ৩৩তম টেস্ট অর্ধশতক। টেস্টে তার রান নয় হাজারের অধিক।
বাকিদের কেউই করতে পারেননি বড় রান। মাইকেল ব্রেসওয়েল করেন ৭৩ বলে ৪৭। যা দ্বিতীয় সর্বোচ্চ। ৩৯ বলে ২৯ করেন উইকেটকিপার-ব্যাটার টম ব্ল্যান্ডেল।
ক্যারিবিয়ানদের প্রত্যেককে উইকেট নিয়েছেন। কেমার রোচ, জাস্টিন গ্রিভস ও অজয় শিল্ডস নেন ২টি করে উইকেট।








