এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের কাবাডি বিশ্বকাপে গ্রুপপর্বের চতুর্থ দিনে এসে প্রথম হার দেখেছে ইরান। অন্য ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারত হারিয়েছে জার্মানিকে। টানা তিন জয়ে সেমিফাইনালের পথে ভারত। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেনিয়াকে হারিয়ে সাফল্যে ফিরেছে নেপাল। শেষ ম্যাচে আসরে প্রথম জয় তুলেছে উগান্ডা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার ইরানকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে চাইনিজ তাইপে। চতুর্থ ম্যাচে এসে ৩১-২১ পয়েন্টে প্রথম হার দেখল ২০১২ বিশ্বকাপের রানার্সআপরা।
প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত জার্মানির বিপক্ষে জিতেছে ৬৩-২২ পয়েন্ট ব্যবধানে। থাইল্যান্ডকে ৬৫-২০ পয়েন্টে হারিয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে ভারত ৪৩-১৮ পয়েন্টে জিতেছিল বাংলাদেশের বিপক্ষে।
এশিয়ার দেশ নেপাল আফ্রিকার দেশ কেনিয়াকে হারিয়েছে ২৮-২১ পয়েন্ট ব্যবধানে। জাঞ্জিবার ও পোল্যান্ডকে হারানোর পর চাইনিজ তাইপের বিপক্ষে তৃতীয় ম্যাচে হেরেছিল নেপাল। এ নিয়ে চার ম্যাচে তিন জয় পেল দেশটি। অপরদিকে টানা তিন ম্যাচ হারল কেনিয়া।
দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে একদিনে দুই হারের তেতো স্বাদ পেয়েছে জার্মানি। ভারতের বিপক্ষে হারের পর উগান্ডার কাছে ৬৭-১৭ পয়েন্টে হেরেছে তারা। অন্যদিকে বিশ্বকাপে এসে উগান্ডা পেয়েছে প্রথম জয়ের স্বাদ।








