এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তির অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান। বৈঠকটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের জুলাই গণ-অভ্যুত্থানকারীদের কাছে প্রতিশ্রুতি ছিল- নতুন বাংলাদেশ গঠনে তাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে উপদেষ্টা পরিষদে এই অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। আগামী পাঁচ-সাত দিনের মধ্যে গেজেট জারির মাধ্যমে এটি আইনে রূপান্তরিত হবে।’
তিনি আরও জানান, ২০২৪ সালের জুলাই–আগস্টে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংঘটিত কার্যাবলির কারণে ফৌজদারি মামলা থাকলে সরকার তা প্রত্যাহার করবে এবং নতুন মামলা করা হবে না। .
‘যদি কোনো হত্যাকাণ্ড বা অন্য ঘটনার সঙ্গে রাজনৈতিক প্রতিরোধের সম্পর্ক না থাকে, তাহলে মানবাধিকার কমিশন তা তদন্ত করবে। কমিশনের রিপোর্ট আদালতে পুলিশের তদন্তের মতো কার্যকর হবে,’ জানান তিনি।









