এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্যারিস অলিম্পিকে জুডোতে দারুণ করছে জাপান। মেয়েদের ৪৮ কেজি ও ছেলেদের ৬৬ কেজি জুডোতে সোনা জয়ের পর ছেলেদের ৮১ কেজিতেও সোনা জিতেছে দেশটি। সপ্তম সোনা জিতে পদক তালিকায় শীর্ষেও উঠে গেছে। আসরে সবমিলিয়ে ১৩টি পদক পেয়েছে জাপান। অন্যদিকে মেয়েদের ৬৩ কেজি ইভেন্টে সোনা জিতে পদক তালিকায় নাম লিখিয়েছে স্লোভেনিয়া।
ছেলেদের ইভেন্টে জর্জিয়ার তাতো গ্রিগালাশ্বিলিকে ১১-০ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন জাপানের নাগাসে টাকানোরি। রৌপ্য পেয়ে জর্জিয়াকে প্রথম পদকের স্বাদ এনে দিয়েছেন গ্রিগালাশ্বিলি। যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন সাউথ কোরিয়ার লি জোনহুয়ান ও তাজিকিস্তানের সোমন মাখমাকবেক।
মেয়েদের ইভেন্টে মেক্সিকোর প্রিস্কা আউইটি আলকারেজকে ১০-১ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন স্লোভেনিয়ার অ্যান্দ্রিজা লেস্কি। আসরে দেশটির প্রথম পদক এটি। রৌপ্য জিতেই সন্তুষ্ট থাকতে হয়ে মেক্সিকো জুডোকারকে। যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের ক্ল্যারিস আগবেগনেনু ও কসোভার লৌরা ফাজিলিউ।







