শোক দিবসের আলোচনায় একজন বিচারপতির ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বলে দেওয়া বক্তব্য নিয়ে হাইকোর্টের কাছে প্রশ্ন রেখেছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী। জবাবে বিচারপতি জানিয়েছেন, শপথ নেওয়ার পর বিচারপতিরা আর রাজনীতি করতে পারেন না। যুগে যুগে সক্রেটিস, গ্যালেলিও, সাদ্দামের মতো ব্যক্তিদের প্রহসনের বিচার হয়েছে বলেও মন্তব্য করে বিচারপতি বলেন, ভুল করলে বিচারক ও আইনজীবীকে দায়ী থাকতে হবে মহান আল্লাহ্ তা’লার কাছে।







