২০২২-২৩ অর্থবছরের বাজেটকে শিক্ষাবান্ধব, ব্যবসাবান্ধব, জনকল্যাণমূলক, উন্নয়নমুখী বাজেট উল্লেখ করে আনন্দ মিছিল করেছে আওয়ামী যুবলীগ।
বৃহস্পতিবার বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সংলগ্ন এলাকায় যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। যুবলীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
বাংলাদেশের ৫১তম বাজেট ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উল্লেখ করে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এত বড় বাজেট দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন।
তিনি বলেন, এ বাজেট মানবতার বাজেট, এ বাজেট মানুষের অধিকারের বাজেট, এ বাজেট মানুষের কল্যাণের বাজেট।








