গণঅভ্যুত্থানের শততম দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ অনেক শহীদের পরিবার তাদের সন্তানের অপেক্ষায় রয়েছে। এই প্রেক্ষিতে বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্ত এবং দেহাবশেষ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সাংবাদিক ইমরান মাহফুজ ও ইয়াসির আরাফাত।
আজ মঙ্গলবার ১৯ নভেম্বর দুপুরে এ দুই সাংবাদিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে লিখেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় নিহত বহু শহীদ শিক্ষার্থীর লাশ বা দেহাবশেষ এখনও চিহ্নিত হয়নি এবং তা তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।
তারা লিখেন, গণঅভ্যুত্থানের সময়ে শহীদ হওয়া ভাই-বোনদের লাশ চিহ্নিত করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের জাতীয় কর্তব্য বলে মনে করি। ফ্যাসিবাদ বিরোধী মহা অভ্যুত্থানে যারা প্রাণ বিলিয়ে দিয়েছে সেই সব পরিবারের প্রতি আমরা এতটুকু দায়িত্ব পালন করতে না পারি তাহলে ইতিহাসের কাঠগড়ায় আমরা দোষী সাব্যস্ত হব। যা শহীদের আত্মার সঙ্গে বেইমানী হবে।
তারা আরও লিখেন, নিখোঁজ শহীদের বা গুম করার স্থান চিহ্নিত করে তাদের দেহাবশেষ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তরে এখন পর্যন্ত সরকারের পক্ষ কী পদক্ষেপ গ্রহণ করেছে তা এই চিঠি পাওয়ার ৩ দিনের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করছি। আর যদি পদক্ষেপ না গ্রহণ করা হয়ে থাকে তাহলে এই চিঠি পাওয়ার ৩ দিনের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করে তা লিখিতভাবে জানানোর অনুরোধ করেন তারা।







