চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইফা অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক শারমিন রমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ন ১৮, মে ২০২৫
বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিকতা ও সঙ্গীতে বহুমুখী প্রতিভা শারমিন রমা।

শারমিন রমা, বাংলাদেশের গণমাধ্যম ও সঙ্গীত জগতে সুপরিচিত একটি নাম। দুই যুগেরও বেশি সময় ধরে একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে পরিচিতির পাশাপাশি সঙ্গীত শিল্পী হিসেবেও গড়ে তুলেছেন নিজস্ব এক অবস্থান।

সাংবাদিকতায় রমার যাত্রা শুরু হয় ২০০০ সালে বাংলাদেশের স্বনামধন্য গণমাধ্যম চ্যানেল আই-এর টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক হিসেবে। পরবর্তীতে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সংবাদ উপস্থাপকের দায়িত্ব পালন করেছেন দেশের আরও একটি জনপ্রিয় গণমাধ্যম এটিএন বাংলায়। ২০১০ সালে গণমাধ্যমকর্মী হিসেবে পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে লন্ডন বাংলা টিভির অনুষ্ঠান প্রযোজক, সংবাদ সম্পাদক, উপস্থাপক ও প্রতিবেদক হিসেবে কাজ করেন। সেই সময় তার প্রযোজনা ও উপস্থাপনায় যুক্তরাজ্যে বাংলাদেশী অভিবাসীদের আইনি অধিকার বিষয়ক অনুষ্ঠান ‘ল এন্ড অর্ডার: ইয়োর রাইটস’ বেশ জনপ্রিয়তা পায়।

দুই বছর দায়িত্ব পালন শেষে বাংলাদেশে ফিরে পুনরায় এটিএন বাংলায় যোগ দেন, পাশাপাশি কাজ শুরু করেন ইংরেজী দৈনিক ‘দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্ট’-এ। এছাড়াও অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কাজ করেছেন বেসরকারী গণমাধ্যম বাংলাভিশনে। তবে ২০১৩ সালে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে কাজ করার একটি সুযোগ। বর্তমানে বিবিসি নিউজের বাংলা বিভাগে সিনিয়র সাংবাদিক হিসেবে বাংলাদেশে বিবিসির টেলিভিশন কার্যক্রমের প্রধান হিসেবে নিযুক্ত আছেন শারমিন রমা।

Reneta

বিবিসি ও চ্যানেল আইয়ের যৌথ প্রযোজনায় প্রতি সপ্তাহে দু’টি সংবাদভিত্তিক অনুষ্ঠানের প্রযোজক হিসেবে ভূমিকা রাখছেন তিনি। তার প্রযোজনা ও উপস্থাপনায় গত ১০ বছর ধরে প্রচারিত ‘বিবিসি প্রবাহ’ নামের সংবাদ-ভিত্তিক অনুষ্ঠানটি অত্যন্ত বস্তুনিষ্ঠ প্রতিবেদনসহ বিশিষ্ট রাজনীতিবিদ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের মতো ব্যক্তিত্বদের সাক্ষাৎকার প্রচারের জন্য বিশেষভাবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে। অনুষ্ঠানটির মাধ্যমে বাংলাদেশ এবং বিশ্ব সম্প্রদায়কে প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে দর্শকদের সম্পৃক্ত করার ক্ষেত্রে একজন উপস্থাপক হিসেবে শারমিন রমা প্রশংসিত হয়েছেন বরাবরই। একইসঙ্গে প্রযোজনা করছেন বিবিসির আরও একটি সংবাদভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান বাংলাদেশ ট্রেন্ডিং।

শারমিন রমা বাংলাদেশের খুব কম সংখ্যক নারী সাংবাদিকদের একজন, যারা এদেশে সাংবাদিকতার জগতে নেতৃত্বের পদ অর্জনে সফল হয়েছেন। বিশেষ করে, বিবিসি’র মতো আন্তর্জাতিক গণমাধ্যমে টিভি সাংবাদিক দলের নেতৃত্বের ভূমিকা নিঃসন্দেহে শারমিন রমাকে এদেশের নারী সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস বা আইকনে পরিণত করেছে।

সাংবাদিকতার পাশাপাশি সঙ্গীত জগতেও সমান্তরালভাবে বিচরণ রমার। মায়ের কাছে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতে খুব অল্প বয়সেই হাতেখড়ি হয়েছিল তার। পরবর্তীতে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা) তে ভর্তি হয়ে ওস্তাদ লিও জে বাড়ইয়ের কাছে উচ্চাঙ্গ এবং সালাহউদ্দিন আহমেদ ও ইয়াকুব আলী খানের কাছে নজরুল সঙ্গীতের তালিম নেন রমা। এছাড়াও ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক স্কুলে পাশ্চাত্য সঙ্গীতে প্রশিক্ষণের পাশাপাশি পিয়ানো বাজানো শিখেন রমা। রমার ডিস্কোগ্রাফিতে রয়েছে দু’টি একক অ্যালবামসহ আরও কিছু মিক্সড অ্যালবাম। তার একক অ্যালবাম “স্বপ্নের দিগন্ত ছুয়ে” (২০০৬) ও “স্বপ্নযাত্রা” (২০০৯), যার সুর-সঙ্গীত রচয়িতাদের মধ্যে রয়েছেন আইয়ুব বাচ্চু, ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, এস, আই, টুটুল ও বাপ্পা মজুমদারের মতো বিখ্যাত শিল্পীরা। রমার ‘স্বপ্নযাত্রা’ গানটি শ্রোতাদের কাছে দারুণ সমাদৃত হয়েছিল।

রমার কণ্ঠ প্রতিভা প্লেব্যাকেও বিস্তৃত, ৫০টির মতো সিনেমায় গান গেয়েছেন রমা। ২০২৪ সালের ভালোবাসা দিবসে “উরু উরু মন” গানটি প্রকাশ করেন রমা, যা শ্রোতাদের কাছে বেশ সমাদৃত হয়। সম্প্রতি রমা কণ্ঠ দিয়েছেন ডিজে রাহাত, শান শায়েক ও আদীব কবিরের ১০০টি ফোক গানের ‘ই-পিয়ানো’সহ আরও কিছু প্রজেক্টে, যা প্রকাশের অপেক্ষায় রয়েছে।

সংবাদ ও বিনোদন জগতে বহুমুখী বিচরণের জন্য বিভিন্ন সময় পুরষ্কার ও প্রশংসায় ভূষিত হয়েছেন রমা, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক পুরষ্কারও। ২০২৪ সালে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ভারতের সম্মানজনক টেলিসিনে অ্যাওয়ার্ডে ভূষিত হন শারমিন রমা। এছাড়াও বাংলাদেশের টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ ট্রাব অ্যাওয়ার্ডসহ নানা পুরষ্কার পেয়েছেন রমা। অতি সম্প্রতি তিনি ২০২৫ সালের বিআইএফএ অ্যাওয়ার্ডসে ভূষিত হয়েছেন, যার মাধ্যমে সাংবাদিকতা ও সঙ্গীত উভয় ক্ষেত্রেই অব্যাহত প্রচেষ্টার জন্য কৃতিত্ব দেওয়া হয় শারমিন রমাকে। ২০০৯ সালে তার দ্বিতীয় একক গানের অ্যালবাম ‘স্বপ্নযাত্রা’র টাইটেল গান ‘স্বপ্নযাত্রা’- সুর ও সঙ্গীত মানাম আহমেদ, গীতিকার মাহমুদ খুরশিদ, শ্রেষ্ঠ সঙ্গীতায়োজনের জন্য পেয়েছিল বাংলাদেশের সঙ্গীত জগতের অনন্য সম্মানজনক পুরষ্কার ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০০৯’।

পেশাগত সাফল্যের বাইরে, রমার ব্যক্তিজীবনও সঙ্গীতের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। তিনি বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড “মাইলস” এর সদস্য, স্বনামধন্য সঙ্গীত পরিচালক ও প্রখ্যাত কীবোর্ড বাদক মানাম আহমেদের স্ত্রী।

সাংবাদিকতা ও সঙ্গীতে শারমিন রমার দ্বৈত পদচারণা বরাবরই প্রশংসিত হয়েছে। তবে এক্ষেত্রে চ্যালেঞ্জটাও বেশ বড়। রমার মতে, একই সাথে সাংবাদিকতা ও সঙ্গীতের মতো দু’টি কঠিন জগতে তাল মিলিয়ে চলতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়েছে সময়ের সঠিক ব্যবস্থাপনাকে, আর সেটাই তাকে সাংবাদিক ও সঙ্গীতশিল্পী হিসেবে দু’টি স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে সাহায্য করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাইফা অ্যাওয়ার্ডশারমিন রমাসাংবাদিকতা
শেয়ারTweetPin

সর্বশেষ

এস ফোর্সের প্রধান কে এম সফিউল্লাহ বীর উত্তমের প্রথম মৃত্যুবার্ষিকী

জানুয়ারি ২৬, ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিদ্যুতে ২০ শতাংশ ছাড়, ভর্তুকি ১০০ কোটি টাকা

জানুয়ারি ২৬, ২০২৬

দেশেই আছেন বিসিবি সভাপতি বুলবুল

জানুয়ারি ২৬, ২০২৬

ভোটারদের দ্বারে দ্বারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

জানুয়ারি ২৬, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: ভিডিও থেকে নেওয়া

খেলাপি ঋণ নিয়ন্ত্রণে একক গ্রাহক ঋণসীমা কঠোর হচ্ছে: গভর্নর

জানুয়ারি ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT