দীর্ঘ ৬ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। কিন্তু শেষমেশ ভেঙে গেলো গায়িকার সেই প্রেম, হলিউডের বিভিন্ন সংবাদমাধ্যম এমনটাই বলছে।
যদিও কী কারণে তাদের সম্পর্ক ভেঙে গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। কেননা দুজনের কেউই বিষয়টি নিয়ে মুখ খুলেননি এখনো।
২০১৭ সালের জুন মাসে প্রথম একসঙ্গে দেখা যায় টেইলর সুইফট ও তার প্রেমিক জো অ্যালউইনকে। তখন ন্যাসভিলের এক বেলকনিতে বসে কফি পান করতে দেখা যায় তাদের।হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদের পর উঠতি তারকা জোয়ের সঙ্গে গোপনে প্রেমের সম্পর্কে জড়ান টেইলর। এর প্রায় এক মাস পর মাথায় হুডি চাপিয়ে দুজনকে নিউ ইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা যায়।
৩৩ বছর বয়সী গায়িকা টেইলর সুইফটের জীবনে প্রেম নতুন কোনো বিষয় না। এর আগে তিনি টম হিডেলস্টোন, কেলভিন হ্যারিস, হ্যারি স্টাইলস, কনর কেনেডি, জো জোনাস ও জ্যাক জিলেনহলের সঙ্গে প্রেম করেছেন।
সূত্র: এনডিটিভি








