এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শরীরে দেখা দিয়েছে বেশ কিছু জটিলতা। সাবেক এই প্রেসিডেন্টের বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় রেখে চিকিৎসা শুরু করা হবে বলেও জানিয়েছে চিকিৎসকরা।
সোমবার (১৯ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রস্রাব সংক্রান্ত বেশ কিছু সমস্যা দেখায় গত শুক্রবার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কিছু শারীরিক পরীক্ষা করা হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার বাইডেনের অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, ৮২ বছর বয়সি জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ফলে বাইডেনের চিকিৎসা কঠিন হবে। তবে চিকিৎসার বিভিন্ন পদ্ধতিই খতিয়ে দেখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
বাইডেনের বর্তমান অবস্থা তুলে ধরে বলা হয়, ক্যানসারটি বেশ আক্রমণাত্মক ধরনের, এবং তার গ্লিসন স্কোর ১০ এর মধ্যে ৯, যা উচ্চ ঝুঁকিপূর্ণ ক্যানসারের ইঙ্গিত দেয়।
যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা প্রতিষ্ঠান ক্যানসার রিসার্চ ইউকে-এর মতে, এই ধরনের গ্লিসন স্কোর বিশিষ্ট ক্যানসারকে ‘হাই গ্রেড’ বা উচ্চ মাত্রার ক্যানসার হিসেবে ধরা হয়, যা দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে। গ্লিসন স্কোর সাধারণত প্রোস্টেট ক্যানসারের কোষের গঠন, বিস্তার এবং কতটা আগ্রাসী সে বিষয়ে ধারণা দেয়।
বাইডেনের কার্যালয় জানায়, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে। এ অবস্থায় তিনি ও তার পরিবার বিভিন্ন চিকিৎসাপদ্ধতি নিয়ে পর্যালোচনা করছেন।








