‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’-এর সাফল্যে অনুপ্রাণিত হয় নির্মিত হয় ‘জ্বীন ৩’। যা গেল ঈদুল ফিতরে বড়পর্দায় দেখেছেন দর্শক। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমাটি এবার আসছে ওটিটিতে!
‘জ্বীন ৩’ নির্মাণের শুরু থেকেই এর ওটিটি পার্টনার ছিলো আইস্ক্রিন। শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে আইস্ক্রিন জানিয়েছে, অবশেষে ৮ জুলাই বিশ্বব্যাপী ডিজিটাল প্রিমিয়ার হতে যাচ্ছে নুসরাত ফারিয়া ও সজল অভিনীত ‘জ্বীন ৩’ সিনেমাটির!
মুক্তির আগেই চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় এক সংবাদ সম্মেলনে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছিলেন, প্রেক্ষাগৃহে মুক্তির চার মাসের মধ্যেই ওটিটিতে দেখা যাবে ‘জ্বীন ৩’! সে কথাই সত্যি হচ্ছে!
হরর ঘরানার ‘জ্বীন ৩’ নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। সিনেমাটির গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ‘কন্যা রে’ গানটি সবার মুখে মুখে ছড়িয়ে যায়।








