এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দ্বিতীয়বারের মতো বসতে চলেছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ। মালয়েশিয়ায় গড়াবে আসর। টুর্নামেন্টের আম্পায়ার প্যানেলে আছেন বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। ২০ জনের নাম জানিয়েছে আইসিসি, যারা আসরে ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে থাকবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগকৃত প্রথম নারী আম্পায়ার জেসি। ২০২৪ সালে মেয়েদের টি-টুয়েন্টি এশিয়া কাপের ফাইনালে দায়িত্ব সামলেছেন। বাংলাদেশ নারী দলের সাবেক বোলার তিনি।
আইসিসির আম্পায়ার ও রেফারিস কমিটির সিনিয়র ম্যানেজার শন ইজি বলেছেন, আইসিসির আসরটির দায়িত্ব পালনের জন্য বৈচিত্র আনা হয়েছে। ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলা আসরে ১৪ দেশ প্রতিনিধিত্ব করবে। যাদের মধ্যে কাতার, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওমানের আম্পায়ার থাকবে।
‘আসরের জন্য নির্বাচিত আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের অভিনন্দন। নির্বাচিতরা দ্বিপাক্ষিক সিরিজের ক্রিকেটে ভালো পারফর্ম করে নির্বাচিত হয়েছেন। এটি একটি বৈচিত্র্যময় দল, ঠিক সেই খেলার মতো যা প্রতিনিধিত্ব করে।’
‘আসরে খেলোয়াড়দের মতো অফিসিয়ালদের উচ্চ ক্ষমতাসম্পন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে তারা ভালো পারফরম্যান্স করবেন এবং কেউ কেউ খেলার পরবর্তী স্তরে দায়িত্ব পালনের দিকে এগিয়ে যাবেন।’
আসরের উদ্বোধনী ম্যাচ হবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের মেয়েদের মধ্যে। একইদিনে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে।








