হৃদরোগে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসিবুর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের (১২তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ভোলা জেলায়।
জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন হাসিবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা একসাথে বসেছিলাম। হঠাৎ হাসিবুরের খিঁচুনি ওঠে এবং সে বুকে তীব্র ব্যথা অনুভব করে। পরে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি জানার পরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন হাসপাতালে ছুটে যান। একই সঙ্গে সেখানে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক ও সহকারী প্রক্টরবৃন্দও হাসপাতালে উপস্থিত ছিলেন।
হাসিবুরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।








