ঘন্টাখানেক কারওয়ান বাজারে বিভিন্ন অলিগলি ঘুরেও খদ্দের পাচ্ছেন না জসিম উদ্দিন। হাড্ডিসার দেহে প্রতিদিন মাথায় বেশ ওজন বয়ে বেড়ান। তবে,চেহারা গড়নে হাল্কা পাতলা হওয়ার কারণে অন্যদের তুলনায় খদ্দের কিছুটা কম পান। তাছাড়া বাজারে আগের থেকে সব কিছুর দাম বাড়তি, আগের মত ক্রেতা নেই বাজারে তাই তাদেরও খদ্দেরের অভাব।






