এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গেল বছর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পালাবদলের পর চিত্রনায়ক জায়েদ খান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নিউ ইয়র্কে থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শো করছেন ঢাকাই সিনেমার এই নায়ক।
সম্প্রতি দেশটির মিশিগান অঙ্গরাজ্যে একটি শোতে হাজির ছিলেন তিনি। সেখানে ছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসও। শো শুরুর আগে ও শেষে দু’জনের আড্ডা জমে ওঠার কথাই জানাচ্ছেন জায়েদ।
সেই অভিজ্ঞতা ফেসবুকে শেয়ারও করেছেন জায়েদ খান। লিখেছেন, “আপনার সাথে আড্ডা দিতে গিয়ে সময় যে কখন চলে যায় টেরই পাই না। আপনার আদর, স্নেহ, শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক—এই দোয়া সবসময়।”
এমন লেখার পাশাপাশি জেমসের সাথে একটি ছবিও শেয়ার করেছেন জায়েদ। যেখানে জায়েদকে কালো হাফপ্যান্ট আর সেন্ডু গেঞ্জিতে দেখা গেছে। আর এই বিষয়টি ধরা পড়ে শুভ কামাল নামের একজনের লেখাতে!
নিজের ফেসবুকে মিশিগান শোয়ের অভিজ্ঞতা শেয়ার করে জেমস–জায়েদের আড্ডার প্রসঙ্গ সম্পর্কে শুভ লিখেছেন, “আরো সাথে ছিল জায়েদ খান ভাই। উনি থাকলে যেকোনো আড্ডা জমতে বাধ্য। গুরুও (জেমস) কিন্তু জায়েদ খানকে পছন্দ করেন। তার হাফপ্যান্ট আর গেঞ্জি কোথা থেকে কিনেছেন— জিজ্ঞেস করে মজা নিলেন!”
এসময় তিনি বলেন,“তারা (জেমস-জায়েদ) চুটিয়ে আড্ডা দিয়েছেন। জায়েদ খান পরে আমাকে বললেন— দেখেছেন গুরু আমাকে যেমন আদর করেন, আর কোন শিল্পী পাবেন না যার সাথে গুরু এমন আপনভাবে কথা বলেন। কথা সত্য। আপনি যদি কোন দেশের প্রেসিডেন্টও হন, আপনাকে গোণার টাইম নাই গুরুর। কিন্তু উনি যদি কাউকে পছন্দ করেন, তার জন্য গুরু অন্য মানুষ।”








