এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের আচরণবিধি ভঙ্গ করে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছেন পাকিস্তানের পেস অলরাউন্ডার আমের জামাল। টেস্ট ক্যাপে ‘৮০৪’ লিখে পরার কারণে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে তাকে। শুধু এ অলরাউন্ডারকেই গুণতে হবে প্রায় ১৪ লাখ রুপি জরিমানা। তালিকায় আছেন আরও কয়েকজন খেলোয়াড়।
জরিমানা করা হয়েছে ওয়ানডের সহ-অধিনায়ক সালমান আলী আঘা, ওপেনার সাইম আয়ুব ও আবদুল্লাহ শফিককেও। সবমিলিয়ে তাদের মোট জরিমানার পরিমাণ ৩৩ লাখ রুপির মত। ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্ট, অস্ট্রেলিয়া সফর এবং এ বছর সাউথ আফ্রিকায় একটি ঘটনার জন্য তাদের জরিমানা করা হয়েছে।
পাকিস্তান রুপিতে আমের জামালকে ১৪ লাখ জরিমানা গুণতে হবে। তার ক্যাপে ‘৮০৪’ লেখার কারণে এ জরিমানা গুণতে হবে তাকে। অন্যদিকে সালমান, সাইম ও শফিককে ৫ লাখ করে জরিমানা করা হয়েছে। অস্ট্রেলিয়া সফরের সময় দেরিতে হোটেলে ফেরার জন্য জরিমানা গুণবেন তারা।
সাউথ আফ্রিকা সফরে বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম, পেসার আব্বাস আফ্রিদি এবং ব্যাটার উসমান খান দুই মিনিট দেরিতে হোটেলে এসেছিলেন। এজন্য তাদের প্রত্যেককে ২০০ ডলার করে জরিমানা করা হয়েছে। তবে সাউথ আফ্রিকাকে সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ করার কারণে ২০০ ডলার তাদের ফেরত দেয়া হবে।
আমের জামালের ক্যাপে ‘৮০৪’ লেখা ছিল যা পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার এবং বর্তমানে কারাগারে থাকা রাজনীতিবিদ ইমরান খান সম্পর্কিত। ইমরান দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাগারে আছেন। জামাল তার প্রতি সংহতি প্রকাশের জন্য তার টেস্ট ক্যাপে এই সংখ্যাটি লিখেছিলেন বলে মনে করা হয়।
তবে মাঠে রাজনৈতিক, ধর্মীয় বা বর্ণগত মন্তব্য এড়ানো বা নির্দেশনা লঙ্ঘনের জন্য পিসিবি তাকে জরিমানা করেছে। মনে করা হয় আমের জামালকে এ কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ আসরে নির্বাচন করা হয়নি। কারণ বোর্ড তার আচরণে খুশি নয়।








