এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেতে বুধবার ২২ অক্টোবর সন্ধ্যায় অতিথি ভবন যমুনায় গিয়েছে জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধিদল।
নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে দলটি সাক্ষাৎ করতে গিয়েছে।
সাক্ষাতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে, জুলাই সনদ স্বাক্ষরসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করে। বিকাল ৫টায় যমুনায় প্রবেশ করেন তারা। ঘণ্টাব্যাপী এ আলোচনা স্থায়ী হয়।








