মানবিক ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত নির্বাচিত হলে বেকার যুবক-যুবতীদের হাতে বেকার ভাতা নয়, তাদের যোগ্যতা ও মেধার ভিত্তিতে কর্মসংস্থান করা হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৫ জানুয়ারি) যাত্রাবাড়ীতে ঢাকা মহানগরী দক্ষিণের আওতাভূক্ত ঢাকা-৪ ও ঢাকা-৫ সংসদীয় এলাকা যাত্রাবাড়ীর কাজলা ব্রিজে নির্বাচনী জনসভায় তিনি বলেন, কেউ হেরে যাওয়ার ভয়ে ভোটে হাত দিলে আগুন জ্বলবে।

তিনি আরও বলেন, জামাইয়াতে ইসলামী চাঁদাবাজি করে না। যারা চাঁদাবাজি করে, তাদের জনগণ বিশ্বাস করে না।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসতে পারে সেজন্য গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে।
নির্বাচিত হলে নারীদের সর্বোচ্চ সম্মানের জায়গা তৈরি করে দেওয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বড় ভূমিকা ছিল যাত্রাবাড়ীর। সেজন্য এই এলাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়া হবে।








