এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ নারী ক্রিকেট দল সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অসাদাচরণের গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক ক্রিকেটার জাহানারা আলম। অভিযোগ তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। তবে বাড়ানো হয়েছে তদন্তের সময়।
মঙ্গলবার সন্ধ্যা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। বলেছে, আনুষ্ঠানিক অভিযোগ বা বক্তব্য জমা দিতে বাড়তি সময় চেয়েছেন নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা।
তাতে স্বাধীন তদন্ত কমিটির কাজের সময়সীমা আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে। এর আগে জাহানারাকে স্বাধীন তদন্ত কমিটির কাছে লিখিতভাবে অভিযোগ জানাতে বলা হয়েছিল। আগামী ২০ ডিসেম্বরের মধ্যে তদন্ত রিপোর্ট পাওয়া যাবে আশা বোর্ডের।







