এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে ৫ গোল হজম করা প্রথম দল ইন্টার মিলান। সবশেষ এমন দেখা গেছে ১৯৬২ সালে, তখন চ্যাম্পিয়ন্স লিগের নাম ছিল ইউরোপিয়ান কাপ। সেবার ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়েছিল বেনফিকা। অস্বস্তিকর স্মৃতি সঙ্গী করে ইউরোপসেরার মঞ্চ ছেড়েছেন ইন্টার কোচ সিমোন ইনজাগি। স্বাভাবিকভাবে আলোচনায় আসে ইন্টারের কোচ হিসেবে এ ইতালিয়ানের ভবিষ্যৎ ভাবনা।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে পিএসজির কাছে ৫-১ গোলের হেরে এনিয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার ফাইনালে হারল ইন্টার। ২০২৩ সালে ইস্তাম্বুলে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল ইনজাগি দল। ওই ম্যাচে ইন্টারকে ১-০তে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল সিটিজেনরা।
আলোচনায় আছে সৌদি প্রো লিগের দল আল হিলালের কোচিং দায়িত্ব নেয়ার পথে আছেন ইনজাগি। এরমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফরাসি জায়ান্ট পিএসজির কাছে বিধ্বস্ত হওয়া আলোচনায় লেগেছে নতুন হাওয়া। ম্যাচ শেষে ইতালিয়ান কোচের দিকে প্রশ্ন যায়, ১৩ জুলাই থেকে শুরু হতে চলা ক্লাব বিশ্বকাপে তাকে পাবে কিনা দল।
৪৯ বর্ষী ইনজাগি প্রশ্ন এড়িয়ে বলেছেন, ‘এর উত্তর দিতে পারছি না, উত্তর দিতে চাইও না। পিএসজির কাছে ৫-১ ব্যবধানে হার নিয়ে আমি সত্যিই বিরক্ত। এখানে এসেছি শুধু মিডিয়া এবং আমার নিজের ভূমিকার প্রতি শ্রদ্ধা রেখে। এখন এটি নিয়ে কথা বলার সময় নয়।’
‘গতবছর জুলাই থেকে, আমরা ৫৯টি ম্যাচ খেলেছি এবং এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছি। মনে এমুহূর্তে আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলার সঠিক কোন সময় নয়।’
প্রতিপক্ষের দাপুটে জয়ের প্রশংসায় ইনজাগি বলেছেন, ‘পিএসজি স্পষ্টই জয়ের যোগ্য ছিল। বিপরীতে আমরা খুবই হতাশ, কিন্তু আমাদের চ্যাম্পিয়ন্স লিগের পুরো মৌসুমটা দুর্দান্ত কেটেছে। এই দল নিয়ে আমি গর্বিত।’








