ইসরায়েলের প্রিমিয়ার লিগের ক্লাব মাক্কাবি তেল আবিব ও হাপোয়েল তেল আবিবের ম্যাচ হয়নি নির্ধারিত সূচিতে। রোববার কিকঅফের আগেই ডার্বি ম্যাচটি মাঠে না গড়ানোর সিদ্ধান্ত আসে। দুই ক্লাবের সমর্থকদের সংঘর্ষে ১২ বেসামরিক নাগরিক ও ৩ জন পুলিশ আহত হয়েছেন। ঘটনার জেরে ইসরায়েল পুলিশ ৯ জনকে আটক করেছে। সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ১৬ জনকে হেফাজতে নিয়েছে।
দেশটির পুলিশ এক্সে পোস্টে জানিয়েছে, ‘ডজনের উপর স্মোক গ্রেনেড, পাইরোথেনিক আতশবাজি ছোড়া হয়েছে। এটা কোন ফুটবল খেলা নয়, এখানে আইন লঙ্ঘন ও গুরুতর সংঘর্ষ হয়েছে।’
ম্যাচ পণ্ড হওয়ায় হাপোয়েল তেল আবিব দেশটির পুলিশের সমালোচনা করেছে, ‘যুদ্ধের জন্য প্রস্তুত হও কোন খেলার জন্য নয়। পুলিশের এমন দ্রুতকর ও বাজে সিদ্ধান্তে মনে হচ্ছে তারা স্পোর্টিং ইভেন্টে নিজেদের প্রভাব জমিয়েছে।’
যদিও মাক্কাবি তেল আবিব এবিষয়ে কোন মন্তব্য করেনি। ক্লাবটির ৭ নভেম্বর ইউরোপা লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে ভিলা পার্ক স্টেডিয়ামে প্রবেশেও এসেছে নিষেধাজ্ঞা।

বিশ্বফুটবলে একের পর এক তোপের মুখে পড়ছে ইসরায়েলের ফুটবল ও সমর্থকরা। ইতালি ও নরওয়ের মাঠে ইসরায়েল সমর্থকরা পড়েছিল বিপাকে।
ফুটবলের বাইরেও বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে গাজায় আগ্রাসন চালানো দেশটির সমর্থকদের ভিসার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আয়োজক দেশ ইন্দোনেশিয়া।








