এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাশার আল আসাদ সরকারের পতনের পর কয়েক দিনে সিরিয়াজুড়ে পাঁচ শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সরকার পতন উদযাপনের জন্য শুক্রবার হাজার হাজার মানুষ দামেস্ক এবং সারা দেশের অন্যান্য শহর ও শহরে রাস্তায় নামলে আবারও হামলা হয়।
আজ ১৪ ডিসেম্বর শনিবার সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, দেশটির রাজধানী দামেস্কের কাছেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ান সেনাবাহিনীর চতুর্থ ডিভিশন ও একটি ব্যাটালিয়নের ওপর এই হামলা চালানো হয়। দামেস্কের কাছাকাছি থাকা সামরিক স্থাপনাগুলো ধ্বংস করতেই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান দামেস্কের মাউন্ট কাসিয়ুন, সুইদার গ্রামাঞ্চলের খালখালা বিমানবন্দর ও পশ্চিমাঞ্চলের মাসয়াফের প্রতিরক্ষা এবং গবেষণা ল্যাবরেটরিতে হামলা চালিয়েছে।







