লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে ইসরায়েলের একপাক্ষিক শর্তে যুদ্ধ বন্ধের চেয়ে বরং বেড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সোমবার (২১ অক্টোবর) একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, প্রথম প্রধান শর্তে আইডিএফ দাবি করেছে, হিজবুল্লাহ যেন সীমান্তের কাছে সামরিক অবকাঠামো পুনর্নির্মাণ না করে তা নিশ্চিত করতে আইডিএফকে সক্রিয় হওয়ার অনুমতি দিতে হবে। দ্বিতীয় প্রধান শর্তে লেবাননের আকাশসীমায় নিজেদের যুদ্ধবিমান ও ড্রোন চলাচলের স্বাধীনতা চেয়েছে ইসরায়েল।
অন্যান্য শর্তে আরও বলা হয়, বর্তমানে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে হিজবুল্লাহর সকল সেনা ইউনিট ও সামরিক স্থাপনা বাতিল করতে হবে। সেইসঙ্গে ইসরায়েল-লেবানন সীমান্ত অঞ্চলে হিজবুল্লাহ যেন আবার ফিরে আসতে না পারে তা নজরদারিতে রাখার জন্যই এ দাবি বলে জানায় আইডিএফ।
লেবাননে যুদ্ধবিরতি নিয়ে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কাছে একটি নথি হস্তান্তর করেছে ইসরায়েল। লেবাননে যুদ্ধ থামাতে তাতে কূটনৈতিক সমাধানের কথা বলা আছে। তবে এতে তাদের শর্ত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, ইসরায়েলে যুদ্ধবিরতির জন্য যে শর্ত দিয়েছে, তাতে লেবানন বা আন্তর্জাতিক সম্প্রদায় রাজি হবে বলে মনে হয় না।
ইসরায়েলের এ শর্ত নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। লেবাননের দূতাবাসও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।







