ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টরের দায়িত্ব থেকে ইস্তফা নিলে নতুন করে প্রক্টর পদে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: শাহীনুজ্জামানকে প্রক্টর পদে নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, পূর্বের প্রক্টর ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এর পদত্যাগ পত্র গ্রহণ করা হয় এবং তদস্থলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: শাহীনুজ্জামানকে ১ অক্টোবর থেকে আগামী ১ বছরের জন্য প্রক্টর হিসেবে ভাইস-চ্যান্সেলর মহোদয় নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।








