উপমহাদেশের শীর্ষ অডিও ভিজ্যুয়াল প্লাটফর্ম টি-সিরিজ থেকে প্রকাশিত হলো গীতিকার, নির্মাতা, সাংবাদিক, লেখক ইশতিয়াক আহমেদের লেখা দ্বিতীয় গান ‘আজও বলতে পারিনি’। এর আগে প্রকাশ হয়েছিল তার লেখা গান ‘ভালোবাসি অকারণ’, যা গেয়েছিলেন তানজিব সারোয়ার।
এবারের গানটি গেয়েছে বাংলাদেশের আরেক সুপরিচিতি কণ্ঠ শিল্পী জিসান খান শুভ। সুর ও সংগীত করেছেন বরাবরের মতো টালিউডের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক প্রসেনজিৎ ডাব্বু ঘোষাল।
গীতিকার ইশতিয়াক আহমেদ বলেন, টি-সিরিজের সাথে ধারাবাহিকভাবে যেহেতু কাজ করছি, তাই সবসময়ই চেষ্টা থাকে একটা ভালো কিছু করার, লেখার। এই গানটিও সেভাবে চেষ্টাও করেছি। ডাব্বু দাদার সুর এবং শুভ গাওয়ার পর গানটা যথেষ্ট ভালো লেগেছে।
তিনি বলেন, এতো বড় প্লাটফর্মে আমার লিরিকে গান প্রকাশ পাওয়া অবশ্যই আনন্দের। আমাদের বাংলা গান, বাংলাদেশের গান ছড়িয়ে দিতে এদেশের অনেক লিরিসিস্টের মতো আমিও চেষ্টা করছি। এই বিষয়টা আমার সেই চেষ্টাকে আরো গতি দেবে।
গানটি নিয়ে ডাব্বু বলেন, ইশতিয়াক আহমেদের এই লিরিকটা অনবদ্য হয়েছে যা আমি আমার সবোর্চ চেষ্টা করেছি ভালো করবার। এবং শুভ দারুন গায়কীতে সেটা দাগ কাটার মতো একটা গান হয়েছে।আশা করি সকলের ভালো লাগবে।
‘আজও বলতে পারিনি’ গানটি ২৩ জুলাই টি সিরিজ বাংলা চ্যানেলে অবমুক্ত হয়েছে, এর ভিডিও নির্মাণ করেছেন আদিত্য পাল।







