ভারত সফরের তৃতীয় ও শেষদিনে দিল্লি মাতাতে চলেছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী লিওনেল মেসি। তার এপর্বের কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। আইস্ক্রিন ডাউনলোড করে সাবস্ক্রাইব করতে ভিজিট করুন: https://iscreen.page.link/fsv
সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেসিকে ঘিরে আয়োজন। সকাল থেকেই অরুণ জেটলি স্টেডিয়ামে মহাতারকাকে দেখতে ভিড় বাড়াতে শুরু করেছে দিল্লিবাসী। ক্রিকেটের এই মাঠে এক মিনি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করেছেন আয়োজকরা। অংশ নেয়ার কথা রয়েছে মেসি ও সঙ্গে থাকা লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডে পলের।
সেখান থেকে মিনারভা একাডেমিতে চিলড্রেন ফুটবল ক্লিনিকে যাবেন ‘দ্য গোট’। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্সহ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও বলিউডের অনেক তারকার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে মেসির। প্রতিটি পর্ব সরাসরি সম্প্রচার করবে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।
এর আগে কলকাতা আয়োজনের মধ্য দিয়ে ভারত সফর শুরু করেছেন মেসি। এদিন হোটেল থেকে ভার্চুয়ালি প্রায় ৭০ ফুটের ভাস্কর্য উন্মোচনের পর মেসি যুবভারতীতে প্রবেশ করলেও দর্শকরা তাকে কাছে থেকে দেখতে পাননি। কড়া নিরাপত্তা বেষ্টনীর কারণে গ্যালারি থেকে সাধারণ দর্শকদের পক্ষে মেসিকে দেখা সম্ভব হচ্ছিল না। হট্টগোল ঘটে সেখানে। পরে মুম্বাই ও হায়দরাবাদে মেসিকে ঘিরে সুন্দর আয়োজন সম্পন্ন হয়েছে।
এর আগে এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ-হংকং ম্যাচসহ বেশকিছু খেলা ও টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করেছে আইস্ক্রিন। বর্তমানে আরব আমিরাতের দুবাইয়ে চলা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সব খেলা সরাসরি দেখা যাচ্ছে প্লাটফর্মটিতে।







