এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আয়ারল্যান্ডকে ২ ম্যাচর টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টুয়েন্টি সিরিজে নামেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ প্রথমটিতে টাইগারদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে আইরিশরা। হ্যারি টেক্টরের ঝড়ো ফিফটিতে বাংলাদেশের সামনে ১৮২ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়েছে ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লিটন দাস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের সংগ্রহ গড়ে পল স্টার্লিংয়ের দল।
ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় আইরিশরা। স্কোরবোর্ডে ৪০ রান যোগ করেন স্টার্লিং ও টিম টেক্টর। তানজিম সাকিবের বলে প্রথম উইকেটের পতন ঘটে সফরকারীদের। ৪ চারে ১৮ বলে ২১ রান করে আউট হন স্টার্লিং।
৭১ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। রিশাদ হোসেনের বলে সাজঘরে ফেরেন টিম টেক্টর, ৬ চারে ১৯ বলে ৩২ রান করেন। দলীয় ১০৫ রানে লোরকান টাকার ফেরেন। ২ চার ও ১ ছক্কায় ১৪ বলে ১৮ রান করে শরিফুল ইসলামের শিকার হন।
চতুর্থ উইকেটে ২৯ বলে ৪৪ রান যোগ করেন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফের। ৩ চার ও ১ ছক্কায় ১৭ বলে ২৪ রান করে তানজিম সাকিবের বলে আউট হন কার্টিস ক্যাম্ফের। পরে জর্জ ডকরেলকে নিয়ে ৩২ রান যোগ করে ইনিংসে শেষ করেন টেক্টর। ক্যারিয়ারের সপ্তম ফিফটির দেখা পান। ১ চার ও ৫ ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন। ডকরেল অপরাজিত থাকেন ১২ রানে।
টাইগারদের হয়ে ২টি উইকেট পেয়েছেন তানজিম সাকিব। ১টি করে উইকেট নেন রিশাদ ও শরিফুল।








