এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শেষ দুই উইকেট নিয়ে খুব বেশি দূর যেতে পারেনি আয়ারল্যান্ড। দ্বিতীয় দিনের শুরুতে স্কোরবোর্ডে ১৬ রান যোগ করেই অলআউট হয় সফরকারী দল। শেষপর্যন্ত তিনশ রানের আগেই আইরিশদের থামাতে পারল বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ১৪ বলেই বাকি দুই উইকেট হারিয়ে ২৮৬ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। আগের দিন টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নে।
প্রথম দিনের ২৭০ রান নিয়ে খেলতে নেমে ২৭৮ রানে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন ম্যাথিউ হামফ্রেয়াস। পরের উইকেটটি তুলে নেন হাসান মাহমুদ। ৬৪ বলে ৩১ রান করা ব্যারি ম্যাকার্থিকে দারুণ এক বলে বোল্ড করেন টাইগার পেসার।
বাংলাদেশের হয়ে ৫০ রান খরচায় ৩ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া হাসান মাহমুদ, হাসান মুরাদ ও তাইজুল ইসলাম তিনজনই নেন দুটি করে উইকেট। নাহিদ রানা নেন এক উইকেট।


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2026/01/Picsart_26-01-20_12-20-02-008-scaled.jpg?fit=2560%2C2560&quality=100&ssl=1)




