এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসবে আইপিএলের মেগা নিলাম। এবারের বড় আকর্ষণ ভারতের তারকা উইকেটরক্ষক-ব্যাটার রিশভ পান্ট। ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেলতে পারেন বলে ধারণা সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার।
৯ বছর পর ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে নতুন করে কোনো চুক্তি করেননি পান্ট। তাতে ২০২৫ আইপিএলের মেগা নিলামে দেখা যাবে তাকে।
উথাপ্পার ভবিষ্যদ্বাণী, আইপএল নিলামের রেকর্ড দাম হাঁকাতে চলেছেন ২৭ বর্ষী পান্ট। উথাপ্পা বলেছেন, ‘আমার মনে হয় রিশভ পান্টকে কিনতে প্রায় ২৫-২৮ কোটি রুপি ব্যয় করা হতে পারে। অবশ্যই একটি বিশাল অঙ্কের অর্থ তিনি পাবেন। এই নিলামে সর্বোচ্চ অর্থ প্রদানকারী খেলোয়াড় হয়ে উঠবেন।’
‘পান্টকে এত দামে কেনা দেখতে আকর্ষণীয় হবে, কারণ আমি মনে করি পাঞ্জাব কিংস তাকে কিনতে চাইবে এবং আরসিবিও তাকে নেতৃত্বের ভূমিকায় এবং একজন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে কিনতে চাইবে।’
সাবেক ওপেনার আকাশ চোপড়াও একই মত প্রকাশ করেছেন, ‘আমি মনে করি পান্ট আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হতে চলেছেন। যদি পান্ট এবং পাঞ্জাব কিংসের মধ্যে ভালো সম্পর্ক থাকে, তবে তারা তাকে কেনার জন্য কঠোর চেষ্টা করবে, অন্যথায় পান্টের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবচেয়ে সম্ভাব্য গন্তব্য হয়ে উঠবে।’








