আসরটা ভালো কাটছে না পাঞ্জাব কিংসের। গুজরাট টাইটান্সের বিপক্ষে নামার আগে দুই জয়ের বিপরীতে ৫ পরাজয় দেখেছিল দলটি। নিজেদের অষ্টম ম্যাচেও হারের বৃত্ত থেকে বেরুতে পারেনি স্যাম কারেনের দল। শুভমন গিলদের ৩ উইকেটের জয়ে টানা চতুর্থ হার দেখল কিংসবাহিনী।
মুলানপুরে মহারাজা যদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল। নির্ধারিত ওভার শেষে ১৪২ রানে গুটিয়ে যায় তারা। জবাবে নেমে পাঁচ বল ও তিন উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে গুজরাট।
এ নিয়ে আট ম্যাচে চার জয়ে টেবিলে ছয়ে অবস্থান গুজরাটের। অন্যদিকে সমান ম্যাচ খেলে দুই জয়ে নয়ে অবস্থান পাঞ্জাবের।
গুজরাট বোলারদের তোপে পাঞ্জাব ব্যাটারদের ধরাশায়ী হতে হয়েছে নিয়মিত বিরতিতে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন প্রভসিমরন সিং। ২১ বলের ইনিংসে ছিল তিনটি করে চার ও ছক্কার মার। ১২ বলে ২৯ রান করেন হারপ্রীত ব্রার এবং ১৯ বলে ২০ রান করেন স্যাম কারেন। বাকীদের সবাই হয়েছেন ব্যর্থ।
গুজরাটের সাই কিশোর চারটি, মোহিত শর্মা ও নুর আহমেদ দুটি করে উইকেট নেন।
রানতাড়ায় নেমে গুজরাটকেও পাঞ্জাব বোলারদের তোপে পড়তে হয়েছে। শুভমন গিলের ২৯ বলে ৩৫ রান এবং সাই সুদর্শনের ৩৪ বলে ৩১ রানের পর রাহুল তেওয়াতিয়ার ১৮ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংসে জয়ের দেখা পায় দলটি। ব্যাটারদের বাকীরা পাঞ্জাব ব্যাটারদের মত ব্যর্থ হয়েছেন।
পাঞ্জাবের হার্শাল প্যাটেল তিনটি এবং লিয়াম লিভিংস্টোন দুটি করে উইকেট নেন।








