প্রথমবার আইপিএলে এসেই গুজরাট টাইটান্সের শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসরের পর্দা নেমেছে। প্রতিবারের মতো রানের ফুলঝুরি ছুটেছে এবারও। এক নজরে দেখে নেয়া যাক সেরা দশ ব্যাটারের পারফরম্যান্স।
রাজস্থান রয়্যালসের ৩১ বর্ষী ইংলিশ ডানহাতি ওপেনার জস বাটলারের অবিশ্বাস্য এক আসর কেটেছে, ১৭ ম্যাচে ৫৭.৫৩ গড়ে ১৪৯.০৫ স্ট্রাইক রেটে করেছেন ৮৬৩ রান, ৪টি ফিফটির সঙ্গে করেছেন ৪টি সেঞ্চুরিতে হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।
দ্বিতীয় স্থানে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ৩০ বর্ষী ডানহাতি ব্যাটার লোকেশ রাহুল, ১৫ ম্যাচে ৫১.৩৩ গড়ে ১৩৫.৩৮ স্ট্রাইক রেটে তুলেছেন ৬১৬ রান, ৪টি ফিফটি ও ২টি সেঞ্চুরিতে।
তিনে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের আরেক ব্যাটার কুইন্টন ডি কক, ১৫ ম্যাচে ৩৬.২৮ গড়ে ১৪৮.৯৭ স্ট্রাইক রেটে ২৯ বর্ষী বাঁহাতি করেছেন ৫০৮ রান, যার আছে ৩ ফিফটি ও এক সেঞ্চুরি।
চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের ২৮ বর্ষী ডানহাতি ব্যাটার হার্দিক পান্ডিয়া তালিকার চারে আছেন। ১৫ ম্যাচে ৪৪.২৭ গড়ে ১৩১.২৬ স্ট্রাইক রেটে ৪ ফিফটি করেছেন ৪৮৭ রান।
১৬ ম্যাচে ৩৪.৫০ গড়ে ১৩২.২২ স্ট্রাইক রেটে ৪ ফিফটিতে ৪৮৩ রান করে পাঁচে গুজরাটেরই ২২ বর্ষী ডানহাতি ব্যাটার শুভমন গিল। একই দলের ডেভিড মিলার আছেন ছয়ে, ১৬ ম্যাচে ৬৮.৭১ গড়ে ১৪২.৭২ স্ট্রাইক রেটে ২টি ফিফটিতে ৩২ বর্ষী বাঁহাতি ব্যাটারের রান ৪৮১।
সাতে ৩৭ বর্ষী ডানহাতি ফ্যাফ ডু প্লেসিস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রোটিয়া তারকা ১৬ ম্যাচে ৩১.২০ গড়ে ১২৭.৫২ স্ট্রাইক রেটে ৩টি ফিফটিতে তুলেছেন ৪৬৮ রান। ৩৬ বর্ষী বাঁহাতি ব্যাটার শেখর ধাওয়ান আছে আটে, পাঞ্জাব কিংসের হয়ে ১৪ ম্যাচে ৩৮.৩৩ গড়ে ১২২.৬৬ স্ট্রাইক রেটে ৩ ফিফটিতে তিনি করেছেন ৪৬০ রান।
টেবিলের নয় নম্বরে অবস্থান ২৭ বর্ষী ডানহাতি সাঞ্জু স্যামসনের, ১৭ ম্যাচে ২৮.৬২ গড়ে ১৪৬.৭৯ স্ট্রাইক রেটে ২ ফিফটিতে ৪৫৮ রান করেছেন তিনি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের দীপক হুদা রয়েছেন দশে, ১৫ ম্যাচে ৩২.২১ গড়ে ১৩৬.৬৬ স্ট্রাইক রেটে ডানহাতি ব্যাটার ৪৫১ রানে আসর শেষ করেছেন ৪ ফিফটি তুলে।








