এই খবরটি পডকাস্টে শুনুনঃ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে সরাসরি জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এবার শিরোপামঞ্চের প্রতিপক্ষও পেয়ে গেল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। ফাইনালে মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল।
আগামী বুধবার কাতারের লুসাইল স্টেডিয়ামে গড়াবে ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা মহারণ। এই মাঠেই ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স।
রিয়াল-পাচুকার শিরোপা নির্ধারণের লড়াইটি হবে লুসাইল স্টেডিয়ামে। এ মাঠেই ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। ৩-৩ গোলে সমতার পর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা।
ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল রিয়াল আগে নিশ্চিত হয়েছিল রিয়ালের। অন্যদিকে ফাইনালের টিকিট নিশ্চিতে মিশরের ক্লাব আল আহলিকে হারিয়েছে পাচুকা। কাতারের দোহায় আল আহলির বিপক্ষে গোলশূন্য সমতার পর টাইব্রেকারে গড়ায় লড়াই। সেখানে ৬-৫ গোলে ম্যাচ জিতে নেয় পাচুকা। তাতে ফাইনালের টিকিট কাটার পাশাপাশি চ্যালেঞ্জার কাপ শিরোপা জিতে নেয় মেক্সিকান ক্লাবটি।







