এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০১৮ বিশ্বকাপে রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পর স্পেনকে বিদায় বলেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। এবার সবধরনের ফুটবলকে বিদায় জানিয়ে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন ২০১০ বিশ্বকাপজয়ী কিংবদন্তি।
এমিরেটস ক্লাবের সঙ্গে একবছরের চুক্তি শেষে গত জুলাই থেকে ক্লাব ছাড়া ইনিয়েস্তা। আগামী ৮ অক্টোবর বার্সেলোনায় একটি ইভেন্টে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন ৪০ বর্ষী তারকা। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ইভেন্টের টিজার পোস্ট করে জানিয়েছেন বিদায়বেলার কথা।
১৯৯৬ সালে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় নাম লেখান ইনিয়েস্তা। বয়সভিত্তিক এবং ক্লাবটির ‘বি’ দল থেকে ২০০২ সালে মূল দলে নাম লেখান। পরে স্বপ্নের মতো সাজান ক্যারিয়ার। ২০১৮ সালে কাতালানদের সঙ্গে ২২ বছরের সম্পর্ক ছেড়ে জাপানে পাড়ি দেন।
বার্সেলোনা মূল দলের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে ৬৭৪ ম্যাচ খেলেছেন। ৫৭ গোল করার পাশাপাশি ১৩৫টি গোল করিয়েছেন কিংবদন্তি মিডফিল্ডার। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৩২টি ট্রফি জিতেছেন ইনিয়েস্তা। যার মধ্যে ৯টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি কোপা ডেল রে ও ৩টি ক্লাব বিশ্বকাপ শিরোপা রয়েছে।
কাতালান ডেরা ছেড়ে ২০১৮ সালে জাপানের ক্লাব ভিসেল কোবেতে নাম লেখান ইনিয়েস্তা। ৫ বছর কাটান সেখানে। জে-লিগের ক্লাবটির হয়ে ১৩৪ ম্যাচ খেলে ২৬টি গোল করেন। অ্যাস্টিট ২৫ গোলে। ক্লাবটির হয়ে তিনটি শিরোপা জেতেন- লিগ টাইটেল ও একটি করে জাপানিজ কাপ, জাপানিজ সুপার কাপ।
গতবছর ভিসেল কোবে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্লাবে নাম লেখান। একবছরের চুক্তিতে ক্লাবটির হয়ে ২৩ ম্যাচ খেলে ৫টি গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্ট করেন।
স্পেন জাতীয় দলের হয়ে ২০০৬ সালে যাত্রা শুরু ছিল ইনিয়েস্তার। ২০১৮ সালে অবসর নেয়ার আগে ১৩১ ম্যাচ খেলেছেন। ১৪ গোলের পাশাপাশি জাতীয় দলের হয়ে ৩০টি অ্যাসিস্ট করেন।
স্পেনের হয়ে ফিফা বিশ্বকাপ ও দুবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন। ২০১০ সালে সাউথ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেনের জয়সূচক গোলটি এসেছিল ইনিয়েস্তার পা থেকে। গোলশূন্য সমতায় ম্যাচের মূল সময় পার হওয়ার পর ১১৬ মিনিটে গোলটি করেছিলেন। ১-০ গোলে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।







