যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ডিমের একটি চালান আমদানি হয়েছে। গতকাল রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভারতের ত্রিপুরা থেকে একটি ট্রাকে ২৯৫ প্যাকেজে ৩ হাজার ৫৪০ কেজি ওজনের ৬১ হাজার ৯৫০ টি ডিম বেনাপোল বন্দরে পৌঁছায়।
কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, ডিমগুলো ঢাকার বিডিএস কর্পোরেশন নামে একটি আমদানিকারক আমদানি করেছে। বন্দর থেকে খালাসের পর ডিমের চালানটি ঢাকায় যাবে। ডিমগুলোর রপ্তানিকারক প্রতিষ্ঠানের কানুপ কর্পোরেশন ত্রিপুরা।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারি কর্মকর্তা হেমন্ত কুমার বলেন, ভারত থেকে আমদানিকৃত ডিমগুলো ঢাকায় নিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে ডিমগুলো ভালো পাওয়া গেছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিমুল্লাহ্ ডিম আমদানির সত্যতা নিশ্চিত করে জানান, ডিমের চালানটি ছাড় করনের জন্য বেনাপোলের মেসার্স এমি এন্টারপ্রাইজ প্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন।
তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেয়া হবে। ডিমের আমদানি মূল্য ঘোষণা দেয়া হয়েছে দুই হাজার ৯৮৮ দশমিক ৪০ মার্কিন ডলার।
শুল্কসহ প্রতিটি ডিমের দাম পড়েছে প্রায় ৭ টাকা ২৩ পয়সা।







