এই খবরটি পডকাস্টে শুনুনঃ
একমাসের মহাযজ্ঞ শেষ হতে চলেছে শনিবার। টি-টুয়েন্টি বিশ্বকাপে দুই ফাইনালিস্ট ঠিক হয়ে গেছে। প্রথমবারের মতো ফাইনালে পা রাখা সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় শিরোপার খোঁজে নামবে ভারত। ফাইনাল মহারণ গড়ানোর আগেরদিন ম্যাচ অফিসিয়ালদের নাম জানাল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি।
প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে বিধ্বস্ত করে আসে প্রোটিয়াবাহিনী। দ্বিতীয়টিতে ইংল্যান্ডকে ধরাশায়ী করে সাউথ আফ্রিকার সঙ্গী হয় ভারত। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বার্বাডোজে গড়াবে শিরোপার লড়াই।
ফাইনালে মাঠ আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন ক্রিস গ্যাফানি ও রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটলবোরো। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন।







