সেন্ট লুসিয়ায় অজি বোলারদের বিপক্ষে তাণ্ডব চালাচ্ছেন রোহিত শর্মা। মিচেল স্টার্ককে তুলোধুনো করার পর চড়াও হয়েছেন প্যাট কামিন্সের ওপরও। রোহিত ঝড়ের মাঝে অজিদের স্বস্তি হয়ে মাঠে বৃষ্টি হানা দেয়। বৃষ্টি শেষে খেলা গড়ালে ১৯ বলেই ফিফটি পূর্ণ করে নেন রোহিত। চলতি বিশ্বকাপে দ্রুত ফিফটি এটি। এর আগে ২২ বলে ফিফটি করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স ও সাউথ আফ্রিকার কুইন্টন ডি কক।
পাঁচটি ছক্কা ও চারটি চারে ১৯ বলে রোহিত ফিফটি পুর্ণ করেন। তার আগে অবশ্য কয়েকটি রেকর্ডও করেছেন ভারতের অধিনায়ক।
মিচেল স্টার্কের এক ওভারে চার ছক্কার পর প্যাট কামিন্সকে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে পাওয়ার প্লে-তে পাঁচটি ছক্কার রেকর্ড নিজের করে নেন। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২০০ ছক্কার রেকর্ড গড়েছেন তারকা ওপেনার। এছাড়া টি-টুয়েন্টিতে ভারতের সর্বাধিক রান সংগ্রাহকও এখন রোহিত। ৪১০৩ রানে আগে শীর্ষে ছিলেন বিরাট কোহলি।
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে টসে জিতে ভারতকে আগে ব্যাটে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাত ওভারে ১ উইকেটে ৭৬ রান তুলেছে ভারত। ২৪ বলে ৫৯ রানে রোহিত এবং ১৩ বলে ১৫ রানে রিশভ পান্ট ক্রিজে আছেন।








