ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতের কাছে পাত্তাই পেল না সাউথ আফ্রিকা। আর্শদীপ সিং ও আবেশ খানের দুরন্ত বোলিংয়ে প্রোটিয়াদের ইনিংস থেমে যায় স্বল্পরানে। পরে ৮ উইকেট আর ২০০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত।
জোহানেসবার্গে সিরিজের প্রথম ওডিআইতে টসে জিতে আগের ব্যাটের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটে নেমে ২৭.৩ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ঘরের মাঠে যেকোনো দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন সংগ্রহ এটি। এর আগে ২০১৮ সালে ভারতেরই বিপক্ষে ১১৮ রানে থেমেছিল প্রোটিয়ারা।
জবাবে নেমে ১৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত। জয়ে সিরিজে ১-০তে এগিয়ে থাকল সফরকারী দল।
ব্যাটে নেমে আর্শদীপ সিং এবং আবেশ খানের আগুন ঝরানো বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ব্যাটাররা। ধারাবাহিকভাবেই উইকেট বিলিয়ে আসেন তারা। ব্যাটারদের মধ্যে মাত্র চারজনই দু’অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন।
আন্দিলে ফেলুকোয়ওয়ে করেছেন দলের হয়ে সর্বোচ্চ রান। ৪৯ বলে ৩৩ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান টনি ডি জর্জির। ২২ বলে ২৮ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া মার্করাম ২১ বলে ১২ রান ও তাবরাইজ শামসি ৮ বলে ১১ রান করেন।
ভারতের হয়ে আর্শদীপ সিং নেন ৫ উইকেট। আবেশ খান নেন চারটি। বাকী একটি উইকেট নেন কুলদীপ যাদব।
জবাবে নেমে খুব একটা বেগ পেতে হয়নি ভারতের। দুই ব্যাটারকে হারিয়ে জয় নিশ্চিত করে তারা। সাই সুদর্শন ৪৩ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন। শ্রেয়াস আয়ার করেন ৪৫ বলে ৫২ রান।
প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন উইয়ান মুল্ডার ও আন্দিলে ফেলুকোয়ও।







