এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ওমানকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স আসরের সেমিফাইনালে উঠেছে ভারত ‘এ ’দল। গ্রুপপর্বের সবশেষ ম্যাচে দলটি ওমানকে হারিয়েছে ৬ উইকেটে। শেষ আটের ম্যাচটিতে লক্ষ্য তাড়ায় খেলতে নেমে ১৩ বল হাতে রেখেই জয় পায় ভারত। ম্যাচসেরা হয়েছেন হর্ষ দুবে।
দোহায় টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ওমান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে হর্ষ দুবের অপরাজিত ৫৫ রানের ইনিংসের ভর করে ১৮তম ওভারে জয় তুলে নেয় ভারত। উইনিং রানটি আসে ভারতের উইকেটকিপার ব্যাটার জিতেশ শর্মার বাউন্ডারীতে।
ম্যাচের শুরুতে ব্যাটে নেমে ভালো শুরু করলেও বেশিদূর এগোতে পারেনি ওমান। ওয়াসিম আলী সর্বোচ্চ অপরাজিত ৪৫ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। ওপেনার হামদ মির্জা খেলেন দ্বিতীয় সর্বোচ্চ ১৬ বলে ৩২ রানের ইনিংস। বাকী সবার ছিল আসা যাওয়ার তাড়া। ভারতের রামানদ্বীপ ছাড়া বাকী সব বোলার উইকেট পেয়েছেন।
অল্প পুঁজির লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লেতে দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও প্রিয়ান্স আরিয়া হন ব্যর্থ। ম্যাচের হাল ধরেন নামান ধীর ও হর্ষ দুবে। নামান ১৯ বলে খেলে করেন ৩০ রান। দুই চার ও দুই ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। নেহাল ওয়াধেরা খেলেন ২৩ বলে ২৪ রানের ইনিংস।








