হায়দরাবাদে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে ইংল্যান্ডের একাদশে নেই জেমস অ্যান্ডারসন। স্পিন নির্ভর উইকেটের বিবেচনায় সফরকারীরা চার স্পিনার এবং একজন ফাস্ট বোলার নিয়ে খেলবে।
সেখানে অ্যান্ডারসনের পরিবর্তে স্পিডস্টার মার্ক উডকে বেছে নিয়েছে স্টোকসের দল। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টেস্টে অভিষেক হচ্ছে টম হার্টলির। বাঁহাতি অর্থোডক্স স্পিনার আয়ারল্যান্ডের বিপক্ষে গত সেপ্টেম্বরে দুটি ওয়ানডে খেলেছেন।
অলি পোপ, বেন ফোকস, রেহান আহমেদ এবং জ্যাক লিচ গত গ্রীষ্ম মৌসুমে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের স্কোয়াডে ছিলেন না। তাদেরকে আবারও ফেরানো হয়েছে।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ।








