গতবছর ভারতে ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ইংল্যান্ডের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে ছিলেন না জো রুট। ১৩ মাস পর তাকে ফেরানো হল। ভারত সফর ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন ডানহাতি ব্যাটার। হ্যামস্ট্রিংয়ের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না বেন স্টোকসের।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) রোববার জস বাটলারের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি ভারত সফরের ওয়ানডে ও টি-টুয়েন্টির দল দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল দেয়া প্রথম দেশ হল তারা। ১৫ সদস্যের দল ইংল্যান্ডের। অন্যদিকে ভারত সফর দিয়েই সাদা বলের কোচ হিসেবে প্রথমবার দলটির দায়িত্ব পালন করবেন ব্রেন্ডন ম্যাককালাম।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন স্টোকস। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন বিস্তারিত জানায়নি ইংলিশ বোর্ডটি।
ভারতের মাটিতে শুরুতে টি-টুয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। শুরু হবে ২২ জানুয়ারি, ৬ ফেব্রুয়ারি থেকে গড়াবে ওয়ানডে সিরিজ। আগামী ১৯ ফেব্রুয়ারি আট দল নিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। আয়োজক পাকিস্তান, আসর হবে হাইব্রিড মডেলে। ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে পাকিস্তানের বাইরে।
ইংল্যান্ড ওয়ানডে দল (ভারত ও চ্যাম্পিয়ন্স ট্রফি): জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট , সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
ইংল্যান্ড টি-টুয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।







