ভারতের জাতীয় মোটরসাইকেল রেসিং চ্যাম্পিয়নশিপে দুর্ঘটনার শিকার হয়েছেন কিশোর বাইকার কোপারাম শ্রেয়াস হরিশ। মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই মারা যান ‘বেঙ্গালুরু কিড’ খ্যাত ১৩ বর্ষী এই বাইকার।
চেন্নাইয়ের মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিট ট্র্যাকে শনিবার চলছিল প্রতিযোগিতাটির তৃতীয় রাউন্ডের রেস। আগের দুই রাউন্ড সফলভাবে শেষ করলেও তৃতীয় রাউন্ডে এসেই দুর্ঘটনার শিকার হন কিশোর। হরিশের মৃত্যুর পর টুর্নামেন্টের পরবর্তী দুই দিনের রেস বাতিল করেছে কর্তৃপক্ষ।
বাইক রেসারের মৃত্যুর ঘটনায় ওই প্রতিযোগিতার উদ্যোক্তাদের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। এমনকি ওই একই জায়গায় গত জানুয়ারি মাসেও এক গাড়ি রেসারের মৃত্যু হয়, বিতর্ক শুরু হয়েছে তা নিয়েও। এ নিয়ে রেসিং প্রতিযোগিতায় দুই মৃত্যু দেখল ভারত।
বেঙ্গালুরুর কেশরি স্কুলের এই ছাত্র আরও কম বয়স থেকেই খেলাধূলার প্রতি আগ্রহী ছিলেন। দেশ, বিদেশের একাধিক প্রতিযোগিতা সাফল্য পাওয়া ওই কিশোরকে একজন উদীয়মান তারকা হিসবে দেখা হত।
বাইক রেসিংয়ের রুকি বিভাগেও তার সুনাম ছিল। ছিল তুমুল জনপ্রিয়তা। এমনকি গত মে মাসে আন্তর্জাতিক বাইক রেসিং মঞ্চেও প্রথম ভারতীয় হিসেবে সুযোগ পান শ্রেয়স।








