এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে রানখরা চলছেই। দুবাইয়ে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচেও সংগ্রাম করতে হয়েছে ব্যাটারদের। আগের দিন শারজায়ও একশর আশেপাশেই ছিল স্কোর। লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানকে সহজে হারিয়েছে ভারত।
১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সংগ্রাম করতে হলেও সতর্ক থেকে এগিয়ে ৪ উইকেট হারিয়ে ম্যাচ বের করে নেয় হারমানপ্রীত কৌরের দল। ভারত অধিনায়ক ২৪ বলে ২৯ রান করে রিটাযার্ড হার্ট হন। ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় তারা।
৬ উইকেটের জয়ে হালে পানি পেল ভারত। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ধাক্কা খেতে হয়েছে তাদের।
পেসার অরুন্ধতী রেড্ডি ১৯ রানে তিন উইকেট তুলে নিয়ে পাকিস্তান ইনিংসে ধস নামান। বিকেলের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে। নিদা দার সর্বোচ্চ ২৮ রান করেন।
সহজ লক্ষ্যে ভারতের শুরুটা ভালো ছিল না। ২২ গজে সংগ্রাম করতে হয় তারকা ব্যাটার স্মৃতি মান্ধানাকে। ১৬ বলে ৭ রান করে ফেরেন ইনিংসের পঞ্চম ওভারে। আরেক ওপেনার শেফালি ভার্মা পাওয়ার প্লে শেষ হওয়ার পর সাবলীল ব্যাটিং করেন। প্রথম ৬ ওভারে ভারত তোলে মাত্র ২৫ রান।
জেমিমাহ রদ্রিগেজের সঙ্গে শেফালির ৪৩ রানের জুটিতে জয়ের পথ সহজ হয় ভারতের। জেমিমাহ ২৩ রান করেন। শেফালির ব্যাট থেকে আসে ৩২ রান। পাকিস্তানের ফাতিমা সানা নেন দুটি উইকেট।







