শুরু হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই ডা. তাসনিম জারার উদ্যোগে চালু হওয়া নির্বাচনি ক্যাম্পেইনে ইতোমধ্যে প্রায় সাড়ে ৮ হাজার ক্যাম্পেইনার যুক্ত হয়েছেন। নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে এখনো আরও ২১ হাজার ৫০০ জনের অংশগ্রহণ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডা. তাসনিম জারা। ক্যাম্পেইনে যোগ দেয়ার জন্য https://tasnimjara.com/
পোস্টে তিনি ক্যাম্পেইনে যুক্ত ব্যক্তিদের উদ্দেশে একটি সহজ দায়িত্বও তুলে ধরেন। তিনি ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলেন, যারা ইতোমধ্যে যুক্ত হয়েছেন, তারা যেন আজ অন্তত একজনের সঙ্গে কথা বলেন—যার সঙ্গে তাদের প্রতিদিন যোগাযোগ হয়। সেই ব্যক্তি পরিবারের সদস্য, যেমন বাবা-মা বা ভাই-বোনও হতে পারেন। ইতিবাচক সাড়া পাওয়া গেলে ওয়েবসাইটে গিয়ে তা যুক্ত করার আহ্বান জানান তিনি।

ডা. তাসনিম জারা আরও জানান, পুরো উদ্যোগ ও ক্যাম্পেইনের ধারণা সম্পর্কে বিস্তারিত জানতে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এই ভিডিওটি দেখতে https://www.facebook.com/share/v/1DroTfJiAj/


