পটুয়াখালীর গলাচিপা ও কলাপাড়ায় কালবৈশাখীতে অসংখ্য গাছপালা ভেঙ্গে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
গতকাল সোমবার রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন, গলাচিপা উপজেলার পানপট্টি ও আমখোলা ইউনিয়ন ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে ঝড়ের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েন মানুষ। অল্প সময়ের মধ্যে লন্ডভন্ড হয়ে যায় সবকিছু। বিধ্বস্ত বাড়িঘরের কয়েক’শ মানুষ আশ্রয় হরিয়ে ফেলেছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে পানপট্টি ইউনিয়ন। খবর পেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে সম্ভব্য সহায়তার আশ্বাস দিয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার।








