পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তার বিধিবহির্ভূত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ। তাই ইমরান খাঙ্নকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে এই গ্রুপ।
আল জাজিরা’র প্রতিবেদন অনুসারে, গতকাল (১ জুলাই) সোমবার প্রকাশিত একটি মতামত প্রতিবেদনে ওয়ার্কিং গ্রুপ জানিয়েছে, ইমরান খানকে আটকের কোন আইনি ভিত্তি ছিল না এবং মনে হচ্ছে শুরু থেকেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে অযোগ্য ঘোষণা করার উদ্দেশ্যে আটক করা হয়েছিল।
মূলত, জেনেভা-ভিত্তিক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন থেকে চলতি বছরের ২৫ মার্চ এই মত প্রকাশ করলেও এটি জনসমক্ষে আসে গত সোমবার। তারা জানায়, এর উপযুক্ত প্রতিকার হবে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং আন্তর্জাতিক আইন অনুসারে তাকে ক্ষতিপূরণ ও অন্যান্য বিষয়াদির পাশাপাশি একটি কার্যকর অধিকার প্রদান করা।
জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের মতামত মানাটা বাধ্যতামূলক না হলেও তাদের মতামত বেশ গুরুত্ব রয়েছে। যদিও পাকিস্তান সরকার এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি। তবে পাকিস্তানের নির্বাচন কমিশন গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে।







