সিলেট সদর উপজেলার সাদাপাথর এলাকা থেকে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে প্রায় ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে স্থানীয় বসতবাড়ি ও ক্রাশার মিল থেকেও অবৈধভাবে লুকানো পাথর জব্দ করা হয়েছে।
প্রশাসনের অভিযান শুরু হয় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে, যেখানে সাদাপাথরের বিভিন্ন স্থানে মাটি চাপা ও লুকানো অবস্থায় পাথর পাওয়া যায়। উদ্ধারকৃত পাথরের একটি অংশ ধলাই নদীতে ফেলে দেয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের অন্ধকারে ট্রাক ও নৌকায় পাথর পাচারের ঘটনা দীর্ঘদিন ধরে চলছিল।
সেই এলাকায় স্থানীয় আব্দুল হামিদ বলেন, এভাবে চলতে থাকলে সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাবে। প্রশাসনের এই পদক্ষেপে আমরা খুশি, তবে যারা এই কাজে জড়িত তাদেরও আইনের আওতায় আনা উচিত।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত বলেন, এখন পর্যন্ত প্রায় ২০-২৫টি বাড়ি থেকে পাথর উদ্ধার করা হয়েছে। বিভিন্ন ক্রাশার মিল থেকেও প্রায় ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। যারা এই লুটপাটে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। প্রাকৃতিক সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানায়, অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে আরও কড়াকড়ি নেয়া হবে।








