নতুন করে যারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তাদের পরিণতি আওয়ামী লীগের মত হবে। পুরনো ফ্যাসিবাদ যদি আবার ফিরে আসতে চায় লড়াই হবে, বিতাড়িত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রোববার ২ অক্টোবর, এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব ড. মো. ইউনূসের না। আপনাদের দায়িত্ব জনগণকে খুশি করা। কারোর চাপে মাথানত করলে ডক্টর ইউনুস হিরো থেকে জিরো হয়ে যাবেন।
জুলাই সনদ নিয়ে তিনি বলেন, বিএনপি হাসিখুশি মনে জুলাই সনদে সাক্ষর করেছে। তারপর হঠাৎ কি হলো তারা এখন এটার বিরোধীতা করছে। বিরোধিতার মানে কি, তারা স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে।
মোহাম্মদ তাহের তার বক্তব্যে আরও বলেন, বিএনপি ভেতরে ভেতরে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে। একারণে আমরা সংস্কার চাইলেও তারা বিরোধিতা করছে। সংস্কার দেশের মানুষের জন্য অপরিহার্য, এখানে আমরা কোন আপোষ মানবো না বলেও তিনি মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে নায়েবে আমির বলেন, সংস্কার মাইনাস ড. ইউনূস জিরো। সংস্কার যোগ করে আপনি হিরো। কারো কাছে মাথা নত করবেন না আপনি, এই প্রত্যাশা রাখি। আপনি সাহসী, আপনি কারো কাছে নতি স্বীকার করেন না।
শুনেছি আপনারা বিএনপিকেও খুশি করতে চান। জামায়াত বা অন্য রাজনৈতিক দলকেউ খুশি করতে চান, আপনার কোন রাজনৈতিক দলকে খুশি করতে চাওয়া উচিত নয়। বরং জনগণকে খুশি করা উচিত।








