যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মিনিয়াপলিস এলাকায় নিয়োজিত অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা আইস এর এজেন্টরা একসময় ওই এলাকা ছেড়ে যাবে। তবে ঠিক কবে তারা সরে যাবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৫ জানুয়ারি) প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এক সময় আইস চলে যাবে। আমরা কাজ করেছি, তারাও অসাধারণ কাজ করেছে। আমরা বিষয়টি পুরোপুরি পর্যালোচনা করছি এবং এই বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাব।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, মিনিয়াপলিসে সংঘটিত অ্যালেক্স প্রেটির গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনা নিয়ে তার প্রশাসন সব দিক পর্যালোচনা করছে। মিনিয়াপলিসে আইসের অভিযান ও ওই মৃত্যুর ঘটনাকে ঘিরে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র জুড়ে বিতর্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, মিনিয়াপলিসে সম্প্রতি আইস ও অন্যান্য ফেডারেল এজেন্টদের অভিযানে গুলিতে ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রেটি একজন নার্স ছিলেন, তিনি স্থানীয় সময় ২৪ জানুয়ারি শনিবার একটি অভিযানে গুলিবিদ্ধ হন।
এই ঘটনায় স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতারা দীর্ঘদিন ধরে চলা অভিবাসন অভিযান বন্ধের দাবি করছেন। মিনিয়াপলিস ও যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলোতে বিক্ষোভ শুরু হয়েছে, যেখানে বিক্ষোভকারীরা আইস ও ফেডারেল অভিযান আক্রমণ করছে বলে অভিযোগ তুলেছেন।


